শীতরাতের ঘনকুয়শার মেঘ চাদরে জড়িয়ে শীত কলাবতী গ্রাম! মানুষ কাঁপছে। কম্বল নেই!
আগুন জ্বালিয়ে রাতপোহাবে
দইলা পিঠার গন্ধ
রাঙটিয়া পাহাড়ে হাতীদের ব্রিংহণ
ব্রহ্মপুত্রে- জলশহরে মাছেদের কান্না
গাড়ো পাহাড় ঢেকেগেছে শীত কুয়াশায়। নিস্তব্ধ এখন....!
এখন কষ্ট!
এখন কষ্ট
পৌষের শীত ! গ্রামে গ্রামে ঢেকি পারের শব্দ উঠনে
আনন্দ নেই।
এখন বার্গারের যুগ!
উঠনে
হুইল চেয়ারের ওপর বাঁকা ব্যাতের লাঠি পর সংঙ্গই আছে দাদুর
শিশির পড়ে ভিজছে কাঁপছেনা কিছুই
,
এখন যেন কেমন লাগছে জ্ঞানহীন সময়! আধারে ঝাঁপসা!
আমরা মানবিক সময় চাই!
চাই বাঁচতে মানুষ হয়েই!
চেতনার বুকে আলোচাই
চাই অনাবিল.আনন্দ এবং
বাসযোগ্য পৃথিবী এবং শান্তি!
